1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

মনপুরায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে দুই শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সজল দেবনাথ, ভোলা সংবাদতাতা: ভোলার মনপুরা উপজেলায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে আদর (৬) ও লিয়া (১০) নামে দুই চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিয়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিজল হোসেনের মেয়ে এবং আদর একই গ্রামের মো. মন্তাজের ছেলে।

নিহত শিশুদের পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় সকালের খাবার শেষে সাঁতার শিখতে ঘরের পাশের পুকুরে যায় আদর ও লিয়া। তাদের মা ঘরের কাজ শেষ করে তাদের খোঁজ নেন। তবে শিশুদের পুকুরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন।

পরে শিশুদের কোথাও দেখতে না পেয়ে পুনরায় পুকুরের পানিতে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পানির নিচ থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দুপুর ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইম হাসনাত শিশুদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইম হাসনাত জানান, হাসপাতালে আসার আগেই শিশুদের মৃত্যু হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews