1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেলো ১৫ ভূমিহীন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: মুজিব বর্ষের অঙ্গীকার পূরণে গৃহহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ৩য় ধাপের ঘর হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে প্রধানমন্ত্রী এ ঘর হস্তান্তর করেন। এরই অংশ হিসেবে কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১৫ টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে ঐ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে দলিল হস্তান্তর এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াস মেহেদি, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews