1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ শিশু মারা গেছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোছা. মরিয়াম (৮)। আগুনে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়।

বাকি পাঁচজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মডেল থানার জিনজিরা মান্দাইল এলাকার সুলতানা বেগমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হন। দগ্ধরা হলেন মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার(২৬), মো. সাহাদৎ হোসেন (২০) ও মো. ইয়াছিন (১২) ।

দগ্ধ ৫ জনের মধ্যে ৪ জনের ছবি : সৌজন্যে শেখ ফরিদ

স্থানীয়রা উদ্ধার করে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে বাড়ির মালিকের ছেলে মো. সানি জানান, ভোরে বাসার নিচতলার ভাড়াটিয়ার রুমে চিৎকার শুনে দ্বিতীয়তলা থেকে নেমে আসি। তাদের রুমের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখি ঘরের ভিতরে থাকা সবার শরীরের চামড়া পুড়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, জিনজিরা মান্দাইল এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে শিশু ও নারীসহ ৬ জন দগ্ধ হয়। এদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ(মঙ্গলবার) দুপুরে মরিয়ম নামে এক শিশুর মৃত্যু হয়। প্রাথমিকভাবে গ্যাসের চুলার লিকেচ থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews