1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে ভুয়া র‍্যাব সদস্য আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় মোহাম্মদ জাহিদ(৫৫) নামে ভুয়া র‍্যাবের  ওয়ারেন্ট অফিসার পরিচয় দানকারী এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ।

সোমবার সকাল দশটায়  কারাগারের ভেতরে স্থাপিত ক্যান্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদ গোপালগঞ্জ জেলার সোনাপুর গ্রামের মোঃ রাজু শিকদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩৫ হাজার ৮’শ টাকা নগদ ও একটি স্যামসাং মোবাইল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ সেলিম।

জানা যায়, গত ২৮শে অক্টোবর কারাগারে আটক মাদক মামলার আসামি সাহেদকে কারাগারের ভিতরে উন্নত সুবিধা দেয়ার কথা বলে তার মার কাছ থেকে তিন হাজার টাকা নেয় অভিযুক্ত জাহিদ। পরবর্তীতে সাহেদের মা জানতে পারে সে প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছে তার ছেলেকে ভিতরে কোন সুবিধা দেয়াই হয়নি। এক পর্যায়ে সোমবার সকালে সাহেদের মা পুনরায় ছেলেকে কারাগারের ভেতর দেখতে আসলে কারা ক্যান্টিনের সামনে তাকে দেখতে পেয়ে কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা প্রতারককে আটক করে। ভুয়া র‍্যাব নিশ্চিত হওয়ার পর র‍্যাব ১০ এর কাছে তাকে হস্তান্তর করে।

বুড়িগঙ্গা টিভি/ টিটু আহমেদ 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews