1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

বুড়িগঙ্গা থেকে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নিখোঁজের ৫ দিন পর বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটি আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লব (৫১)এর বলে পরিচয় নিশ্চিত করেছে তার পরিবার।

তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বলে জানিয়েছেন পুলিশ। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিহত দুরন্ত বিপ্লবের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ইলাশপুর গ্রামে। সে মৃত আব্দুল মান্নান মিয়া পুত্র। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি অর্গানিক কৃষি নিয়ে কাজ করতেন। দক্ষিণ কেরানীগঞ্জে তাঁর মাছের খামার ও কৃষি খামার আছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নিখোঁজের পর ৯ নভেম্বর দুরন্ত বিপ্লবের ছোট বোনের স্বামী ইমরুল নিখোঁজের ঘটনায় জিডি করেন। অজ্ঞাত লাশটি উদ্ধারের পর পরিবারকে খবর দিলে রবিবার রাত তিনটায় থানায় এসে লাশ দুরন্ত বিপ্লবের বলে সনাক্ত করে।

পাগলা নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে নদীর তীরে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরে রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লাশের ছবি দেখে সেটি নিখোঁজ দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করেন তাঁর ছোট বোন শ্বাশতী বিপ্লব। দুরন্ত বিপ্লব ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews