কেরানীগঞ্জ (ঢাকা) : বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি রোল মডেল বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
প্রতিমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশ আজ এগিয়ে চলছে। বিশ্ব পরিস্থিতি মোকাবিলা করে ও বাংলাদেশ উন্নতির পথে। এসময় তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি সবাইকে আগামি নববর্ষের শুভেচ্ছা জানান।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম,ই মামুন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, প্রমূখ।