1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
প্রতিকি ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আগানগর ইস্পাহানি নদীধারা আবাসিক এলাকার ২ নম্বর গলির একটি বাসা থেকে কাউছার খাঁন(৪৮) নামের এক ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১০জানুয়ারি) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এসময় তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা তাকে রাতের কোন সময় শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত কাউসার ফরিদপুরের নগরকান্দা থানার কাউয়াখোলা গ্রামের মৃত হোসেন খাঁনের ছেলে। সে ইস্পাহানি এলাকায় চৌধুরী ভিলায় গত ৬মাস ধরে কেয়ারটেকারের কাজ করতো।

বাড়ির মালিক আমিনুল ইসলাম জানান, গতকাল রাত ১০টার দিকে কাউছারের সাথে কথা বলে আমি এই বাসা (চৌধুরী ভিলা) থেকে আমার নিজের বাসা রাজধানীর শান্তিনগরে যাই। পরে সকাল সাড়ে নয়টার দিকে ফোনে খবর পাই যে কাউছারের লাশ তার ঘরের মেঝেতে পড়ে আছে। আমার বাড়িটি সিসি ক্যামেরা লাগানো আছে। তবে ঘটনার পরে সিসি ক্যামেরার মনিটর পাওয়া যাচ্ছেনা। ঘরের মধ্যে সিসি ক্যামেরার ডিভিআরটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তার সাথে কারো শত্রুতা ছিলনা। কেনো তাকে মারা হয়েছে তা বুঝতে পারছিনা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ঘটনাস্থলে সিআইডি’র ক্রাইমসিন সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় মামলা প্রকৃয়াধীন।

বুড়িগঙ্গা টিভি/ সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews