ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে সরকারি খাল ভরাট করে দখল করার দায়ে মোঃ সুলতান আলী নামে এক জমি মালিককে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের বিনাশ্রম জেল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (২৯ জানুয়ারি) রবিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে একটি দল উপজেলার ব্রাহ্মণকিত্তা এলাকায় অভিযান চালায়, এসময় নিচু জমি, পুকুর ও সরকারি খাল বালু দিয়ে ভরাট করার অপরাধে জমি মালিক মোঃ সুলতান আলীকে ডেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয় আদালত।
পরে আদালত চলাকালে নগদ ৫০হাজার টাকা জরিমানা প্রদান করে আগামী ২ দিনের মধ্যে খালের পারে নিজ জমির মধ্যে দেয়াল দিয়ে মাটি ভরাট করা এবং সরকারি খালের মধ্যে ভরাটকৃত বালুমাটি অপসারণ করার শর্তে তাকে মুক্তি দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিম বলেন, ব্রাহ্মণকিত্তা এলাকায় নিজের মালিকানা জায়গা ভরাট করতে গিয়ে সরকারি খালে বালু দিয়ে ভরাট করে দখল করে খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল মোঃ সুলতান আলী নামের এক ব্যক্তি। স্থানীয় জনগণ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা করা হয়েছে। এটি চলমান অভিযানের অংশ বলেও জানান এ কর্মকর্তা।