1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা সংবাদদাতা: নড়াইলের লোহাগড়া উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি ও লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী বনি আমিনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরে উপজেলা পৌর আওয়ামী লীগ শাখার আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্যা আসাদুজ্জামান। পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মোত্তুর্জা। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, জেলা আ.লীগের সহসভাপতি সৈয়দ আইয়ুব আলী, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, উপজেলা আ.লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, জেলা স্বেচ্ছাসেবক লীগের মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম পলাশ, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লতিফা পারভীন লেবিসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগি সংগঠনের নেতারা। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে লোহাগড়া উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরে বিএনপি-জামায়াতের ঘৃন্য সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা, বিশৃংখলা ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ লোহাগড়া উপজেলা পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জা এমপি। এছাড়া লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়নে আওয়মীলীগ ও তার সহযোগি সংগঠন এ শান্তি সমাবেশ করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews