1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

তীব্র তাপ প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

দেশজুড়ে চলছে তীব্র তাপ প্রবাহ চলছে।  রাজধানী ঢাকা, ফরিদপুর, পাবনা, যশোর, কুষ্টিয়াসহ দেশের ৮ জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহের সঙ্গে গরম বাতাসও বয়ে যাচ্ছে। এছাড়া দেশের বাকি ৫৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির তথ্যানুসারে, আগামী ২ দিনে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। আর আগামী ৫ দিনের শেষ দিকে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে কিছুটা কমে আসতে পারে তাপমাত্রা।

তবে এসময় আপাতত কালবৈশাখির শঙ্কা নেই। শনিবার রাজধানীর তাপমাত্রা সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ। আর চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানিয়েছে, আকাশে মেঘ নেই, পাশাপাশি বাতাসে আর্দ্রতা কমে গেছে। এতে কমছে না গরমের তীব্রতা। এদিকে তীব্র গরমে সারা দেশের জনজীবন অতিষ্ট। প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন পড়ছেন অস্বস্তিতে।

আজ রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৭৮%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায়: ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৯.৪ । আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ৩৬ মিনিটে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews