1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
বুধবার(১৭মে) ভোরে সাড়ে পাঁচটায় দক্ষিন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ২টি চায়ের দোকান, ১টি লন্ড্রি,১টি মুদি দোকান,১ টি বেকারি, ১ টি খাবারের দোকনে,১টি জুতার দোকান,১টি সেলুন ও ১টি পানের দোকানসহ মোট ৯ টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মোঃ শাহিন আলম জানান, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পুড়ে যাওয়া ঘর গুলো কাঁচা ও টিনশেড থাকায় অল্প সময়েই তা ভস্মিভূত হয়ে গেছে। তবে আমরা সেখানে গিয়ে আশেপাশের তিনটি পাকা ভবন ও স্থানীয় একটি সরকার সমর্থিত দলের ক্লাবঘর অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে পেরেছি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews