1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার কেরানীগঞ্জে আব্দুল হক(২৭) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আব্দুল হক মাদারীপুরের কালকিনি মাইজপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে পেশায় একজন অটোরিক্সা চালক। বর্তমানে স্ত্রী ও দুই বছরের সন্তান নিয়ে রায়েরবাগ সাদেক পাম্পের গলিতে ভাড়ায় বসবাস করত। মূলত অটোরিকশাটি ছিনিয়ে নিতে রাতের কোন এক সময়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার(১৪ জুন) সকালে উপজেলার কলাতিয়া ইউনিয়নের নিমতলা এলাকায় রাস্তার ধারে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের বোন জামাই খোকন মাদবর জানান, আব্দুল হক সব সময় রাতের বেলায় গাড়ি চালাত। মঙ্গলবার রাত বারোটার দিকে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হয়। ভোর চারটা বাজেও আমার সাথে মোবাইল ফোনে একবার কথা হয়েছে। এরপর সকালে গ্যারেজ থেকে একজন ফোন করে জানালো তার লাশ পাওয়া গেছে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান,এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews