1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

নাটোর শহরের চৌকিরপাড় এলাকায় জয়কালীর দিঘি থেকে শিহাব হোসেন নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিহাব হোসেন শহরের বড়হরিশপুর এলাকার সোবাহান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে শিহাব ও তার কয়েকজন বন্ধু জয়কালী দিঘির পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে সবাই দৌড় দেয়। সবাই দৌড়ে পালিয়ে গেলেও শিহাব দিশাহীন হয়ে দিঘির পানিতে ঝাঁপ দেয়। পরে পুলিশ চলে যাওয়ার পর শিহাবের বন্ধুরা ফিরে এসে তার খোঁজ করতে থাকে। অনেক খোঁজ করেও শিহাবের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল রাত সাড়ে ১২টার দিকে দিঘির পাহারাদার শিহাবের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিহাবের ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘কীভাবে শিহাবের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে।’

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews