1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

নিখোঁজের ৩৬ ঘন্টা পরে বুড়িগঙ্গা থেকে মাঝির মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

কেরানীগঞ্জ(ঢাকা): বৃহস্পতিবার সকালে বুড়িগঙ্গায় নৌকা চালাতে গিয়ে নিখোঁজ মাঝি আব্দুর রশিদের মরদেহ ৩৬ ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করেছে সদরঘাট  ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার দুপুর দুইটার দিকে বুড়িগঙ্গা নদীর ওয়াইজ ঘাটের বিআইডব্লিউটিসির ভেড়ানো জাহাজের তলদেশের কাছ থেকে লাশটি টি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি ইমরান হোসেন জানান, স্রোতের কারণে লাশটি ঘটনাস্থল থেকে প্রায় ৬০০ মিটার দূরে ভেসে গিয়েছিল।

লাশটি উদ্ধারের পড়া আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে বলে জানিয়েছে সদরঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক।

রশিদ  স্বরূপকাঠির সোহাগদল গ্রামের আবুল বাশারের ছেলে। চার সন্তানের জনক আব্দুর রশিদ বর্তমানে পরিবারসহ আগানগর ইউনিয়নের বাঘাবাড়ী মসজিদের পেছনে ভাড়া বসবাস করত।
বৃহস্পতিবার(১৩জুলাই) সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের বটতলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুজন মহিলা ও একজন পুরুষ যাত্রী নিয়ে নৌকাটি বটতলা ঘাট থেকে ছেড়ে মিটফোর্ড ঘাটের দিকে যাওয়ার সময় মাঝ নদীতে গেলে হঠাৎ শরীরের ভারসাম্য হারিয়ে মাঝি নৌকা থেকে পড়ে যায়। তাৎক্ষণিক অন্যান্য নৌকা মাঝিরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে এবং নৌ পুলিশকে খবর দেয়।
নিখোঁজ রশিদের ছেলে মোহাম্মদ রাকিব জানান, তার বাবা সোয়ারীঘাট ট্রলারের লেবারের কাজ করতো। বর্তমানে কাজ কম থাকায় গতকালই ব্রিজ ঘাট এলাকার আক্তার মহাজনের কাছ থেকে ভাড়া নিয়ে প্রথম বুড়িগঙ্গায় নৌকা চালাতে এসেছিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews