1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে আ’লীগ ও বিএনপি’র সংঘর্ষ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

অনলাইন ডেস্ক: খাগড়াছড়িতে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত আহত হয়েছে অর্ধশতাধিক। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের শাপলা চত্বরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, বিএনপির এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে জেলা শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে জড়ো হয় নেতা-কর্মীরা। আর পূর্ব ঘোষিত শান্তি সমাবেশের জন্য একই সময় শহরের নারকেল বাগানের দলীয় কার্যালয়ে জড়ো হন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এক পর্যায়ে দুপক্ষ শহরের শাপলা চত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা আয়োজন করে জেলা বিএনপি। এ সময় শহরের শাপলা চত্বরস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের যথাযথ চেষ্টা চলছে।

/খবর চ্যানেল ২৪

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews