1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

যাত্রাবাড়ী থেকে ঠ্যাক ছাব্বির’ গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

ডেস্ক নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে বিদেশী পিস্তল ও রিভলবারসহ অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী ছাব্বির হোসেন ওরফে ঠ্যাক ছাব্বির’কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় গতকাল রবিবার দুপুর বারোটার দিকে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল ও রিভলবারসহ  মোঃ ছাব্বির হোসেন ওরফে ঠ্যাক ছাব্বির (৩৩) কে গ্ৰেফতার করা হয়। তার পিতার নাম মোঃ ইসহাক মিয়া। সে রাজধানীর ৩৫/২ উত্তর গোলাপবাগ,  যাত্রাবাড়ী থানার বাসিন্দা।

এসময় তার নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ২টি ম্যাগাজিন ও নগদ- ২১ হাজার নয়শ দশ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানাতে পারে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের গতিরোধ করে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews