1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
নিহত আফজাল

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ মন্দির পুকুর এলাকায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে বুধবার সন্ধ্যায় আফজাল (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এক শিশু কন্যা সন্তানের পিতা আফজাল রিকশা চালিয়ে সংসার চালাতো। তার পিতার নাম মনিরুজ্জামান।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান বিষয়টি নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতের পর আহত অবস্থায় স্থানীয়রা আফজালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে বুধবার বিকালে মৃত বরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হলে বুধবার রাতেই খেজুরবাগ সাতপাখি এলাকা থেকে আল আমিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতের খালা লাকি বেগম জানান, বুধবার সকালে কে বা কারা তার বোনের ছেলেকে ডেকে নিয়ে যায় পরে খেজুরবাগ মন্দির পুকুর এলাকায় নিয়ে বুকে ও পেটে ছুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আফজাল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews