1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে শ্রমিকলীগের জাতীয় শোক দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের উদ্যগে দোয়া মাহফিল মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া গরীব অসহায় দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল) ও রান্না করা খাবার বিতরন করা হয়েছে।

সকাল ১১ টায় কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ কার্যালয় এ দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাপতি মোঃ কাওসার আহমেদ এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক সুজন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী মোঃ জসিম মাহমুদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগ।

এছাড়া কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রায় পাঁচ শতাধিক গরীব অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী (চাল) ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

সিনিয়র করেসপন্ডেন্ট/ মোঃ এরশাদ হোসেন

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews