1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

পানিতে ডুবে মারা গেল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ফুলবাড়ী প্রতিনিধি: নদীতে গোসল করতে নেমে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় পানিতে ডুবে হাসমত হাসু (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করত।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড় নামক স্থানে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত হাসমত হাসু পৌর এলাকার সুজাপুর গ্রামের হোটেল শ্রমিক আইনুল হোসেনের ছেলে। সে সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। ঘাটপাড় এলাকায় তারা নতুন বাড়ী করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসু স্কুল বন্ধ থাকায় তাদের নতুন বাড়ী ঘাটপাড় এলাকায় আসেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় খেলার সাথীদের সাথে খেলতে খেলতে এক পর্যায়ে পার্শ্ববর্তী ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় গোসল করতে নামলে সাতার না জানায় পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসমত হাসুর ভাবি শিরিন আক্তার জানান, হাসু বাড়ীর সামনেই খেলছিল। আমি বাড়ীতে কাজ করছিলাম। হাঠাৎ শুনতে পাই হাসু নদীর পানিতে ডুবে গেছে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে বাঁচানো সম্ভব হয়নি।

#আ/নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews