1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

পরিচয় মিলেছে ছুরিকাঘাতে নিহত যুবকের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। ছুরিকাঘাতে নিহত ওই যুবকের নাম মোঃ শুক্কুর (৩৮)। এক কন্যা সন্তানের বাবা শুক্কুর, ঢাকার নবাবগঞ্জের আগলা গ্রামের ওয়াজ উদ্দিনের পুত্র। সে নবাবগঞ্জ এলাকায় কাঁচামালের ব্যবসা করত। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
আজ রবিবার (১ অক্টোবর ) সকাল সাড়ে ৭ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের প্রাথমিক ধারণা ছিনতাইকারী ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
জানা গেছে , শুক্কুর সোমবার ভোর রাতে কাঁচামাল কেনার জন্য রাজধানীর শ্যাম বাজারের উদ্দেশ্যে বের হয়। পরে সকালবেলা তার স্বজনরা জানতে পারে যে, কে বা কারা শুক্কুরকে ছুরিকাঘাত করে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা খালপার এলাকায় ফেলে রেখেছে। এ সময় শ্যামবাজারে পেঁয়াজ আলু কেনার জন্য তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান  জানান, আমবাগিচা খালপাড় সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যা ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews