1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে সিএনজি পাম্পের বিস্ফোরণ যুবক নিহত,আহত ২ 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আমিরাবাগ বাদাম গাছতলা এলাকায় একটি সিএনজি পাম্পে বিস্ফোরনে রনি মিয়া(৪০) নামে একজন নিহত ও শহিদুল ৩৫ এবং আসিফ ২৪ নামের দুজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর পার্শ্ববর্তী একটি কারখানা থেকে নিয়ে আসা সিলিন্ডারে গ্যাস ভরতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় পাম্পের তিনজন কর্মচারী আহত হলে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর থেকে পাম্পের মালিক আক্তার হোসেন পলাতক রয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, কোন প্রকার অনুমোদন ছাড়া একটি কাভার্ড ভ্যানের মধ্যে সিলিন্ডারে করে ঢাকা বিভিন্ন স্থান থেকে গ্যাস ভর্তি করে এনে ভাসমান অবস্থায় এই পাম্পের মাধ্যমে বিক্রয় করতো।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, খবর পেয়ে সিএনজি পাম্প পরিদর্শন ও খবর নেয়ার জন্য মিটফোর্ড হাসপাতালে একটি টিম পাঠানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews