1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

কাশ্মিরে কাশ্মিরে পাঁচ ভারতীয় সৈন্য ও দুই সন্ত্রাসী নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিতর্কিত হিমালয় অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে পাঁচ ভারতীয় সৈন্য ও দুই সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে আরব নিউজ।

এক ফেসবুক পোস্টে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গতকাল বুধবার (২২ নভেম্বর) কাশ্মিরের দক্ষিণাঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ১৬ সদস্যের একটি দল সন্ত্রাসীদের ধাওয়া দেয়। পরে তাদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওই সৈন্যরা নিহত হয়।

নিহত ৫ সৈন্যের মধ্যে ২ জন কমান্ডার রয়েছে। এ ঘটনায় আরও এক সৈন্য আহত হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত থাকায় নিহত সৈন্যদের নাম প্রকাশ করা হয়নি।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই কাশ্মির বিভক্ত হয়ে যায়। দুই দেশই কাশ্মিরকে নিজেদের অঞ্চল বলে দাবি করে। তবে স্বাধীনতার পর থেকে ভারত-পাকিস্তান আলাদা আলাদাভাবে কাশ্মিরকে নিয়ন্ত্রণ করে আসছে।

এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এ লড়াই কাশ্মিরে হাজার হাজার বেসামরিক মানুষ মারা যাচ্ছে। এছাড়া নিহতের শিকার হচ্ছে ভারতীয় সৈন্য এবং বিদ্রোহীরাও।

ভারতের পক্ষ থেকে এসব বিদ্রোহীকে সমর্থনের জন্য পাকিস্তানকে দায়ী করা হচ্ছে। তবে পাকিস্তান ভারতের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews