1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

কেরানীগঞ্জে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে মোমবাতি প্রজ্জালনের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জে বুদ্ধিজীবীদের স্মরণ করেছে উপজেলা প্রশাসন।

১৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা পরিষদ শহীদ মিনার বেদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম এর নেতৃত্বে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা মোমবাতি প্রজ্বলনে অংশ নেয়। মোমবাতি জ্বালানোর পর তারা শহীদ মিনার বেদীতে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম জানান, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ১৪ ডিসেম্বর জাতির সূর্যসন্তান বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে স্মরণ করে মোমবাতি প্রজ্জালন করা হয়েছে।

 

উল্লেখ্য,ঘাতকদের হাতে সেদিন দেশের যেসব সূর্যসন্তান হত্যাকাণ্ডের শিকার হন, তাদের মধ্যে রয়েছেন শহীদুল্লা কায়সার, জহির রায়হান, গোবিন্দচন্দ্র দেব, মুনীর চৌধুরী, ফজলে রাব্বী, আলীম চৌধুরী, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনসহ আরও অনেকে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews