1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

মাহফিল শুনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে ঢাকা মাওয়া মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৭২) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি নিজ গ্রাম থেকে পাশের গ্রামে একটি মাহফিলে যাচ্ছিলেন।

আজ বুধবার রাত আনুমানিক ৭টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা মাইক্রোবাসচালককে আটক করেছে।

নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ কেরানীগঞ্জ ভাওয়ার ভিটি গ্রামের বাসিন্দা। তিন ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি।

রাজ্জাকের প্রতিবেশী আফসার উদ্দিন বলেন, ‘রাজ্জাকসহ আমরা ৬-৭ জন পাশের গ্রাম রাঘপুরের একটি বাড়িতে বাৎসরিক মাহফিলে যাচ্ছিলাম। আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews