Warning: Creating default object from empty value in /home/burigangatv/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
“পাঠকের মতামত” তিনটি হাসপাতাল চীনের উপহার: দক্ষিণাঞ্চলের মানুষের জীবনেও কি আলো আসবে? - বুড়িগঙ্গা টিভি “পাঠকের মতামত” তিনটি হাসপাতাল চীনের উপহার: দক্ষিণাঞ্চলের মানুষের জীবনেও কি আলো আসবে? - বুড়িগঙ্গা টিভি
  1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দীপ্ত টিভির সংবাদ বিভাগ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা রিচার্জ কার্ডের সূত্র ধরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন জুলাই শহিদের মেয়ে বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত বুড়িগঙ্গার তীর থেকে নারীর খন্ডিত হাত পা উদ্ধার সাবেক কাউন্সিলর বাবুল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ জোটবদ্ধভাবে ইসলামিক দলগুলো ভোটের মাঠে লড়তে ঐকমত ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ মিরপুর ১১ নম্বরের একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড কাশ্মীরে হামলায় দুই অভিযুক্তর বাড়িতে বিস্ফোরণ

“পাঠকের মতামত” তিনটি হাসপাতাল চীনের উপহার: দক্ষিণাঞ্চলের মানুষের জীবনেও কি আলো আসবে?

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

পাঠকের মতামত: দক্ষিণাঞ্চল কি চিরকাল অবহেলিতই থাকবে?”_মেহেদী হাসান সাব্বির।
তিনটি হাসপাতাল চীনের উপহার: দক্ষিণাঞ্চলের মানুষের জীবনেও কি আলো আসবে?

 বাংলাদেশের স্বাস্থ্যখাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে চীন সরকার বাংলাদেশকে উপহার দিতে যাচ্ছে তিনটি আধুনিক হাসপাতাল। একটি হবে রাজধানী ঢাকায়, একটি চট্টগ্রামে এবং আরেকটি উত্তরবঙ্গের জেলা নীলফামারীতে। এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী। তবে এ ঘোষণার পরই দেশের নানা প্রান্ত থেকে একটাই প্রশ্ন উঠছে—দক্ষিণাঞ্চল আবারও কি পিছিয়ে রইলো? আমারও একই প্রশ্ন আমাদের মতো সাধারণ মানুষের জীবনেও কি একদিন উন্নয়নের ছোঁয়া লাগবে? স্বাস্থ্যসেবা কি ঢাকার গণ্ডি পেরিয়ে একদিন আমাদের গ্রামেও পৌঁছাবে নাকি আমরা আজীবন অবহেলার অন্ধকারেই থেকে যাবো?
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর জানান ঢাকার ধামরাইয়ে ১০০ শয্যার পুনর্বাসন হাসপাতাল চট্টগ্রামের কর্ণফুলীতে ৫০০-৭০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল এবং নীলফামারীতে ১ হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

এই ঘোষণা প্রকাশের পর থেকেই মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি প্রশ্ন জেগেছে—দেশের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে দক্ষিণাঞ্চলের জনগণের জন্য কি কিছু ভাবা হচ্ছে? যেখানে বছরের পর বছর ধরে উপকূলীয় অঞ্চলগুলো স্বাস্থ্যসেবা, সড়ক-যোগাযোগ, শিক্ষাব্যবস্থা এমনকি নিরাপদ পানির ক্ষেত্রেও চরম অবহেলার শিকার হয়ে আসছে।

দক্ষিণাঞ্চলের এক বিশাল জনগোষ্ঠী—বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, মাদারীপুরসহ বহু জেলা—আজও উন্নত চিকিৎসা সেবার জন্য ঢাকার দিকে তাকিয়ে থাকে। অনেক সময় অর্থাভাবে ঢাকায় আসাও সম্ভব হয় না। ফলে বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, অনেক রোগ জটিল হয়ে ওঠে।

তাই সময় এসেছে ন্যায়ের পক্ষ নিয়ে ভাবার। দলমত নয়, প্রাধান্য দেয়া হোক জনগণের মৌলিক অধিকারকে।

দেশের প্রত্যেক অঞ্চলের মানুষেরই আধুনিক চিকিৎসা পাওয়ার সমান অধিকার আছে। দক্ষিণাঞ্চলও বাংলাদেশেরই অংশ—এ অঞ্চলের মানুষও দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখে। তাহলে কেন স্বাস্থ্যসেবা থেকে তারা বঞ্চিত থাকবে?

বিশেষ করে মাদারীপুর জেলা—যা প্রশাসনিকভাবে ঢাকার অন্তর্ভুক্ত এবং ভৌগলিকভাবে দক্ষিণাঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ এলাকা—তা আজও আধুনিক হাসপাতালের সুযোগ পায়নি। মাদারীপুর ও তার পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর, গোপালগঞ্জ ফরিদপুর বরিশাল এসব এলাকার মানুষ একটি আধুনিক হাসপাতালের জন্য বহু বছর ধরে অপেক্ষা করছে।

এই তিনটি হাসপাতালের একটি যদি বরিশাল বা মাদারীপুরে স্থাপিত হতো, তাহলে দক্ষিণাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হতো।

এই দাবি কোনো রাজনৈতিক নয় এটি দেশের সাধারণ মানুষের প্রাণের দাবি। উন্নয়ন মানে শুধু বড় শহর নয়, উন্নয়ন মানে সার্বিক ভারসাম্য। স্বাস্থ্যসেবা থেকে কেউ যেন পিছিয়ে না পড়ে—এটাই হোক সকল পরিকল্পনার মূলনীতি।

আমরা চাই, ভবিষ্যৎ হাসপাতাল স্থাপনার পরিকল্পনায় দক্ষিণাঞ্চলকে অগ্রাধিকার দেয়া হোক। চাই চিকিৎসা হোক সবার জন্য সমান।

একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে আমি, মেহেদী হাসান সাব্বির, কেবল এতটুকুই জানতে চাই—আমরাও কি কখনো অবহেলার অন্ধকার থেকে আলোয় উঠে আসতে পারবো? আমাদের মায়ের মুখেও কি একদিন নিশ্চিন্ত প্রশ্বাস থাকবে, “এখন আর দূরে যেতে হবে না”?

এই প্রশ্ন শুধু আমার নয় এ প্রশ্ন দক্ষিণের প্রতিটি গ্রামের প্রতিটি মায়ের, বাবার, সন্তানের।

লেখা: মেহেদী হাসান সাব্বির 

সরকারী কবি নজরুল কলেজ 

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews