নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জের তাহসান খান শান্ত (মোহাম্মদ শান্ত)।
সোমবার (১২ জানুয়ারি) সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন।
মোহাম্মদ শান্ত কেরানীগঞ্জ উপজেলার শুভ্যাডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুনকুটিয়া, জিয়ানগর মহল্লার বাসিন্দা। তিনি আব্দুর রহিম খানের পুত্র।
সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং জুলাই–আগস্টের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্বের দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা দক্ষিণ শাখার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি The Institute of Engineers, Bangladesh (IEB), রমনা-তে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে অধ্যয়নরত। দেশ-বিদেশে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডে তিনি নিয়মিতভাবে যুক্ত রয়েছেন।
কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিতে কেরানীগঞ্জ অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্ব ও আন্দোলনের অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।