1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর টহলে মাদক কারবারি আটক ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কেরানীগঞ্জের শান্ত দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ১ হাজার ৫০ টাকা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: মির্জা ফখরুল নানা রকমের আয়োজনে অনুষ্ঠিত হলো ওল্ড ঢাকা “৯৫” এর পিঠা উৎসব  সরিষাবাড়ীতে লিপি হত্যার বিচারের দাবিতে রাজপথে  মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত  কেরানীগঞ্জে ছিনতাইয়ের শিকার নারী কারারক্ষী, হারিয়েছেন স্বর্ণালঙ্কার সমাজসেবায় বিশেষ অবদানে সম্মাননা পেল মোস্তাক খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কেরানীগঞ্জের শান্ত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জের তাহসান খান শান্ত (মোহাম্মদ শান্ত)।

সোমবার (১২ জানুয়ারি) সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন।

মোহাম্মদ শান্ত কেরানীগঞ্জ উপজেলার শুভ্যাডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুনকুটিয়া, জিয়ানগর মহল্লার বাসিন্দা। তিনি আব্দুর রহিম খানের পুত্র।

সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং জুলাই–আগস্টের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্বের দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা দক্ষিণ শাখার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি The Institute of Engineers, Bangladesh (IEB), রমনা-তে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে অধ্যয়নরত। দেশ-বিদেশে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডে তিনি নিয়মিতভাবে যুক্ত রয়েছেন।

কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিতে কেরানীগঞ্জ অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্ব ও আন্দোলনের অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews