1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

এবার বিয়ে বাড়িতে আর্জেন্টিনা গেট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার অমিত কুমার পাল। লিওনেল মেসির বড় ভক্ত এই তরুণ নিজের বিয়ের অনুষ্ঠানের গেট সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে। এরই মধ্যে গেটটি দেখতে বিয়েবাড়ির সামনে ভিড় করছেন আর্জেন্টিনা সমর্থকরা। অমিত উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের অশোক কুমার পালের ছেলে। গতকাল বুধবার তার গায়ে হলুদ অনুষ্ঠান ছিল; আজ বৃহস্পতিবার রাতে বিয়ে।
অমিত জানান, তিনি ব্যবসা করেন। ছোটবেলা থেকেই মেসির ভক্ত। এলাকার বড় ভাইদের সঙ্গে বসে মেসির খেলা দেখে তার ভক্ত হয়ে যান। তাই নিজের বিয়ের গেট আর্জেন্টিনার পতাকার আদলে রাঙানোর পরিকল্পনা করেন।

তিনি বলেন, ‘আমি একা নই, আমার বাবাও আর্জেন্টিনার একজন সাপোর্টার। তাই বাবার সঙ্গে আলোচনা করেই এমন গেট নির্মাণ করেছি।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews