1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

এক মাস পর কারামুক্ত হলেন ফখরুল আব্বাস (ভিডিও)

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় অবশেষে কারামুক্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এক মাস পর তারা কারামুক্ত হন।

গত ৮ ডিসেম্বর রাতে উত্তরার নিজবাসভবন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ও ঢাকার শাজাহানপুর থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৯ ডিসেম্বর পল্টন থানায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় তাদের কারাগারে পাঠায় আদালত। ৪ঠা জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন আবেদন মঞ্জুর করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। কিন্তু জামিনের আদেশ কপি কারাগারে এসে না পৌঁছায় সেদিন কারাগার থেকে বের হতে পারেননি তারা। পরদিন রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপিল করলে রবিবার শুনানির দিন ধার্য করা হয়। গতকাল শুনানি শেষে জামিন আবেদন বহাল রাখে হাইকোর্টের আপিল বিভাগ। তবে রবিবার জামিনের কাগজ কারা কর্তৃপক্ষের হাতে এসে না পৌঁছায় তারা কারাগার থেকে মুক্ত হতে পারেনি।
এছাড়াও গত ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেন মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান।এর আগে তিন দফা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন নাকচ করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews