1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে কেয়ারটেকার হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর কেয়ারটেকার কাউসার হত্যাকারী মাসুদ (২৪) কে রাজধানীর কাকরাইল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১০। গ্রেপ্তারকৃত মাসুদ ফরিদপুরের নগরকান্দা থানার চুকাইড় এলাকার ওহাব শেখের পুত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‌্যাব ১০সদর দপ্তরে এক প্রেস ব্রি্রফিংয়ে এ তথ্য জানান র‌্যাব ১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহজনক ভাবে মাসুদকে আটককরা হলে জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

তিনি আরো জানান, নিহত কাউসার ও ঘাতক মাসুদ একে অপরের পূর্ব পরিচিত। বাড়ির মালিক আমিনুল ইসলাম ঢাকার শান্তিনগরে বসবাস করায় কাউসার কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানীর ২নং গলির চৌধুরী ভিলায় কেরয়ারটেকার হিসেবে ওই ভবনের নিচতলায় থাকতো এবং ভাড়া তুলে নিজের কাছে জমা রাখত। প্রতি মাসের ১০ তারিখে সমস্ত ভাড়ার টাকা উঠাতো এমনটা জেনেই ওই টাকা চুরি করার উদ্দেশ্যে গত মঙ্গলবার(১০জানুয়ারী) রাতে কাউসারের সাথে একই ঘরে রাত্রি যাপন করে ঘাতক মাসুদ। ভোর রাতের দিকে মাসুদ ঘরের ভেতর টাকা খোঁজাখুঁজি করার সময় কাওসারের ঘুম ভেঙে গেলে মাসুদ কাউসারের গলা চেপে ধরে। পরবর্তিতে মৃত্যুর নিশ্চিত করে সেখান থেকে পালানোর সময় কোন প্রমাণ যেন না থাকে সেজন্য কাউসারের ব্যবহৃত মোবাইল ও সিসি ক্যামেরার মনিটর খুলে নিয়ে যায়।
গ্রেপ্তারকৃত কাউসার পেশাদার চোর। সে ধর্মীয় লেবাস লাগিয়ে বিভিন্ন মসজিদে রাত্রি যাপন করত এবং সেখান থেকে বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যেত বলে জানায় র‌্যাব ১০ এর এই কর্মকর্তা ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews