1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে নারী মাদক কারবারী আটক, গাঁজা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ওহিদা বেগম (৫০) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব—১০।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(৭ই ফেব্রুয়ারি) মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা থেকে আনুমানিক ১,৮৭,৫০০ (এক লক্ষ সাতাশি হাজার পাঁচশত) টাকা মূল্যমানের সাড়ে সাত কেজি গাঁজা সহ হাতেনাতে ওই নারী মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ১২শত ৫০ টাকা ও একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী একজন পেশাদার মাদক কারবারী এবং সে দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জ ও এর আশেপাশে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews