1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন

কেরানীগঞ্জ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে র‌্যাব -১০ এর অভিযানে গণধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। বুধবার (২৬) বিকেলে র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

 

র‍্যাব  জানায়, গত ২১ এপ্রিল ভিকটিম তার ছোট ভাইকে ঈদের কাপড় দেওয়ার জন্য তার মায়ের বাসা ইকুরিয়ায় আসে। সেখানে গেলে তার পূর্ব পরিচিত মো. সোহাগ মিয়া (২৩) ভিকটিমকে তেঘরিয়া স্ট্যান্ডে তার সাথে দেখা করার জন্য যেতে বলে। ভিকটিম সেখানে গেলে সোহাগ তাকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ কেরণীগঞ্জ এলাকাস্থ একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ফাঁকা জায়গায় নিয়ে যায়।

সেখানে নিয়ে তার প্রধান সহযোগী ইমন মোল্লা পাইটু (২১) সহ অন্যান্য অজ্ঞাতনামা আরও ৩ জন সহযোগী মিলে ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এবিষয়ে পরবর্তীতে ভিকটিম তার পরিবারের লোকজনদের সাথে পরামর্শ করে বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরণীগঞ্জ থানায় মোঃ সোহাগ মিয়া (২৩) ও ইমন মোল্লা পাইটু (২১ )সহ অজ্ঞাতনামা আরও ৩ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

ঘটনা জানতে পেরে র‌্যাব-১০ এর একটি দল মঙ্গলবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ইমন মোল্লা পাইটু (২১) কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ দুইশত আশি টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও গ্রেপ্তার অভিযান অব্যবহত রয়েছে বলেও জানায়। গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews