1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

এবার ৫ কোটি টাকা পাওয়া গেলো পাগলা মসজিদের দানবাক্সে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে ৫ কোটি টাকা, বিপুল স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। এসব টাকা এবার মসজিদকে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার দানবাক্স চার মাস পর আবারও খোলা হয়েছে।

এবার মিলেছে ১৯ বস্তা টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও রূপা। শনিবার সকাল থেকে এসব টাকা গোনেন শতাধিক মাদ্রাসা ছাত্র ও পঞ্চাশজন ব্যাংক কর্মকর্তা। দিনভর গণনা শেষে টাকার পরিমাণ দাড়ায় ৫ কোটিরও বেশি।

সঠিক নিয়তে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সব ধর্মের অনুসারীরা টাকা, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী দান করেন এ মসজিদে।

কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী বলেন, ব্যাংকে রাখা টাকার লাভের অংশ দরিদ্র রোগীদের চিকিৎসায় ব্যয় করা হয়।

পাগলা মসজিদের সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া বলেন, দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত এ মসজিদের আয় দিয়ে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে আসেন এক আধ্যাত্মিক পুরুষ। পরে তার কবরের পাশে এই মসজিদটি নির্মিত হয়।

আগে এসব অর্থ জেলার অন্যান্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নসহ গরিব মেধাবী ছাত্রদের জন্য ব্যয় করা হতো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews