1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে  বাড়ির পাশে পুকুর থেকে শান্ত(১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিন আগে শিশুটি নিখোঁজ হলে খোঁজাখুজির পর আজ তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। মৃত শান্ত কলাতিয়া ইউনিয়নের আহাদিপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
রবিবার(২জুলাই) সকাল ৮ টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া আহাদিপুর গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পরিবারের কাছ থেকে ঘটনার বিবরণে জানা যায়, গতকাল (শনিবার) দুপুর থেকে শান্ত নিখোঁজ ছিল। আশেপাশে ও আত্মীয়-স্বজনের বাসা বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ (রবিবার) সকালে বাড়ির পাশে পুকুরে নিখোঁজ শান্তর পায়ের জুতা ভেসে উঠলে পানিতে নেমে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির আইসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews