1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

ফেনীতে পদ যাত্রায় সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ আহত শতাধিক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

ফেনীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে বিএনপির পদযাত্রা শহরের দাউদপুল এলাকা থেকে শুরু হয়ে ইসলামপুর রোডের সামনে পৌঁছলে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক, পথচারীসহ শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় ফেনী
প্রেস ক্লাব, কয়েকটি ব্যাংক, ব্যবসায়ী প্রতিষ্ঠান, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংবাদ
সংগ্রহের দৈনিক দৃষ্টান্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন
সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল ও দৈনিক পত্রিকার প্রতিনিধি আহত হন।

বিএনপি দাবি, সংঘর্ষে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, পদযাত্রা নিয়ে শহরের ইসলামপুর এলাকায় যাওয়ার পর হঠাৎ করে তাদের ইটপাটকেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এ সময় নেতাকর্মীরাও ক্ষেপে ওঠেন। সংঘর্ষ বেঁধে যায়। তাদের প্রায় শতাধিক নেতা কর্মী আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে বিকেল ৫টার দিকে ফেনী শহরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময়
বিক্ষুব্দ নেতা কর্মীরা কিছু স্থাপনা ভাঙচুর করে।

ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নিরাপত্তার জন্য ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

খবর/চ্যানেল২৪

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews