1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রায় ১ কোটি ১০ লক্ষ ভোটার প্রবাসী, তাদের ভোট নিশ্চিত করতে হবে: জামায়াত মিটফোর্ড হাসপাতালের সামনে জনসম্মুখে ব‍্যবসায়ী হত‍্যার ঘটনায় গ্রেপ্তার ৪ ফেনীর পরশুরাম ও ফুলগাজী’র পর প্লাবিত হয়েছে ছাগলনাইয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম এসএসসিতে কেরানীগঞ্জে অনেক ভাল প্রতিষ্ঠানে খারাপ ফলাফল করেছে ২০২৫ সালে এসএসসিতে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ১৭ বছর ত্যাগের রাজনীতি, ত্যাগ-তিতিক্ষার প্রতীক ফরিদ খানের গল্প কেরানীগঞ্জের ঝিলমিল এলাকা থেকে প্রবাসীর মৃতদেহ উদ্ধার জুলাই সনদ কি, কেনো এত আলোচনা কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ কেরাণীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মোঃ কামাল নামে এক মাদক কারবারি গ্রেপ্তার

কেরানীগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে ডকইয়ার্ডে পরিত্যক্ত জাহাজের রড কাটার সময় উপর থেকে পড়ে আব্দুর রব (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রব পটুয়াখালীর গলাচিপা থানার পানপট্টি এলাকার দলিল উদ্দিন এর ছেলে। সে বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া এলাকায় শুভ মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করত।

বুধবার(১৯ জুলাই) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর বালুর মাঠ এলাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এস,কে ডকইয়ার্ডে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুর রব দুপুরে কাজের বিরতির শেষে খাবারের জন্য জাহাজের উপর থেকে রশি বেয়ে নিচে নামার সময় রশি ছিড়ে প্রায় ৩০ ফুট নিচে স্তুপ করা রডের উপরে পড়ে গুরুতর আহত হয়। অন্যান্য শ্রমিকরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মাহমুদুর রহমান জানান দুর্ঘটনায় মৃতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও একইদিন পৃথক ঘটনায় সাদেক (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। সাদেক নেত্রকোনার দুর্গাপুর থানার জাসারপাড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। সে বর্তমানে বড় বোনের সাথে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের বাঘাসুর এলাকার বাদশা মিয়ার বাড়িতে ভাড়া বসবাস করত।

বুধবার দুপুর বারোটার দিকে নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে কোনাখোলা পুলিশ ফাড়ি।

নিহতের বড়বোন রোজিনার দাবি, রোজিনার সাথে তার স্বামীর তিন মাস আগে ডিভোর্স হয়েছে। ঈদের ছুটিতে রোজিনা গ্রামের বাড়িতে যাওয়ায় পাকা বাড়িতে তার ভাই সাদেক একাই থাকতো। পাকা বাড়িতে গতকাল রোজিনার সাবেক স্বামী এসে ছোট ভাই সাদেকের সাথে ঝগড়াঝাঁটি করেছে। রোজিনার দাবি তার তার সাবেক স্বামী ছোট ভাইকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

কোনাখোলা পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক আব্দুল হাদী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সাদেককে হত্যা করা হয়েছে বলে বড় বোনের একটি অভিযোগ রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews