1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি পলাতক স্বামী জীবন শেখ (২৩) কে মাদারীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

আজ (৩০ আগষ্ট) সকাল ১১টার দিকে রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান  অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল মাদারীপুরে একটি অভিযান পরিচালনা করে যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি হত্যাকারী স্বামী জীবন শেখকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার যৌতুক জন্য মারধর করার এক পর্যায় জীবন শেখ নাবিলার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, আসামি জীবন শেখের সাথে ভিকটিম নাবিলা খানের দেড় বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাবিব নগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তাদের ৮ মাসের জিহান নামে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পর থেকে জীবন শেখ ব্যবসা করার জন্য ভিকটিম নাবিলাকে তার পরিবারের নিকট থেকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। পরবর্তীতে নাবিলা বিষয়টি তার পরিবারকে জানালে তার পরিবারের পক্ষ থেকে জীবন শেখকে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়। তার কয়েকদিন পর জীবন শেখ পুনরায় ভিকটিম নাবিলাকে তার পরিবারের নিকট হতে টাকা নিয়ে আসার জন্য বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করে। অতঃপর নাবিলা তার পরিবারের নিকট হতে পুনরায় কোন টাকা আনতে পারবেনা জানালে নাবিলা কে মারধরও করত বলে জানা যায় ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews