1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকা-মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে বাসু মন্ডল (৩০) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। দুর্ঘটনার পর পথচারীরা মোটরসাইকেলের ওপর দুই আরোহী শ্যামল পাল (৩৫) ও ফারুক (৩০) নামের দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে,সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্যামল পালকে ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত ফারুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত বাসু মন্ডল মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার মালখানগর পুরসাইল এলাকার মধু মন্ডলের ছেলে ও শ্যামল পাল মুন্সীগঞ্জের উত্তর পদ্মা থানার হলদিয়া গ্রামের রাজেশ্বর পালের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহত শ্যামল পালের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান দুর্ঘটনার পর ঘটনাস্থলে নিহত বাসু মন্ডল মুন্সিগঞ্জের সিরাজদিখান মালখা নগর পুরসাইল এলাকার মধু মন্ডলের ছেলে।পরিবারের লোকজন লাশ শনাক্ত করার পর বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিটু আহমেদ/সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews