1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে প্রশিক্ষণ বিমান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
ছবি: সংগৃহীত

বগুরা (কাহালু): বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। আজ রবিবার দুপুর ১টায় বগুড়া বিমান বন্দরের পাশে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে বিধ্বস্ত বিমানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। তবে ওই বিমানে থাকা পাইলটরা সুস্থ আছেন।

স্থানীয়রা জানান, বিমান বাহিনীর সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয়রা। সেখানে এখন উৎসুক জনতার ভিড়।

আইএসপিআর জানিয়েছে, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই বিমানে পাইলটসহ দুজন ছিলেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews