1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আটক শেখ মহিউদ্দিন মিঠু (৪১) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত মিঠু মুন্সীগঞ্জের লৌহজং কলমা গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিল।

বুধবার (২২ নভেম্বর ) বিকেল সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুল হোসাইন তাকে মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত মিঠু কাশেমপুর কারাগারে বন্দী ছিল। সেখান থেকে ২০২০ সালের জানুয়ারি মাসে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আজ সকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী পাঠানো হলে প্রাথমিক চিকিৎসা শেষ সেখান থেকে তাকে আগারগাঁও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল (NIMH) স্থানান্তর করা হয়। পথিমধ্যে তার অবস্থার আরো অবনতি হলে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews