1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ডিবি পরিচয়ে প্রবাসীর টাকা ছিনতাই, আটক ৫

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক প্রবাসীর ব্যাংক থেকে উত্তোলন করা টাকা ছিনতাই ঘটনায় পাঁচজনকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো: রিয়াজ ওরফে ডিবি রিয়াজ (৩৭), মনির ওরফে দারোগা মনির(৪৭), ড্রাইভার সোহেল রানা (৩৮), সুমন শেখ ওরফে আমির হোসেন (৪২) ও নেসার (৩২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ ও ছিনতাইকৃত ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

ডিবি পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করত তারা

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গত ১২ নভেম্বর কুয়েত প্রবাসী রবিউল আউয়াল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা উত্তোলন করে রিকশাযোগে বাড়িতে ফেরার পথে মালিভিটা নামক স্থানে একটি মাইক্রোবাস তার রিকশার গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে হাত—পা বেঁধে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং তাকে ঢাকা—মাওয়া হাইওয়েতে ফেলে যায়। এ ঘটনায় প্রবাসী রবিউল আউয়াল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে ডাকাতি মামলা দায়ের করেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই নাজমুস সাকিব ও এসআই হিরণ কুমার বিশ^াস এর গঠিত একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ রাজধানী ও আশপাশের জেলায় একাধিক মামলা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews