1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

মুক্তি পেলেন আলোচিত ইসলামী বক্তা আমির হামজা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজঃ আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

সুব্রত কুমার বালা জানান, আমির হামজার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে কারাগার থেকে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয় তাকে।

এর আগে গত ৪ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর আদালতে আমির হামজার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মে আলোচিত ইসলামী বক্ত আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews