1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ থেকে মাদকসহ গ্রেপ্তার ৪ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

ঢাকার কেরানীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী রুবেল বাহিনীর প্রধান রুবেলসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পুরাতন ভাড়ালিয়া গ্রামের গফুর মিয়ার পুত্র রুবেল বাহিনীর প্রধান রুবেল আহম্মেদ (৩৬),একই গ্রামের মৃত সাহবুদ্দিন মিয়ার পুত্র আরেফিন মাসুম(৩৫),খোলামোড়া গ্রামের হাজী আনছার আলী পুত্র শফিক(৩৫) ও বলসুতা গ্রামের মৃত আলমগীরের পুত্র শাকিল(৩২)।

সোমবার (২৭ শে ডিসেম্বর) রাত ১১টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন পুরাতন ভাড়ালিয়ায় টিনের মসজিদের পিছনে একটি ক্লাব ঘরের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাজা,২০ গ্রাম হেরোইন,৪০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টিনের ওই ঘরটিকে রুবেল ও তার সাঙ্গপাঙ্গরা ক্লাব হিসেবে ব্যবহার করে। এখানে তারা নিয়মিত বিভিন্ন লোককে ধরে এনে টর্চার করে টাকা পয়সা আদায় করে এমন অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার সময় সেখান থেকে মাদকদ্রব্যের পাশাপাশি টর্চার সেলের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এদের দননেতা রুবেলের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যাসহ ৫ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews