ঢাকার বুড়িগঙ্গায় ট্রলার দিয়ে লঞ্চে যাত্রী ওঠার সময় আবে জমজম ও রফরফ লঞ্চের মাঝখানে পড়ে রাশেদ (১৯) নামের এক যাত্রী নিহত হয়েছন। এসময় ঐ ট্রলার মাঝি ইমরান (২৫) ও অপর যাত্রী আজগর আলী (৩৫) গুরুতর আহত হয়েছে।
রবিবার (৭আগষ্ট) বিকালে নিহত রাশেদ চাঁদপুরের লঞ্চে করে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার চরলক্ষী যাওয়ার উদ্দেশে কেরানীগঞ্জের আলম টাওয়ার ঘাট থেকে ট্রলারে করে লঞ্চে ওঠার সময় চাঁদপুর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
সদরঘাট নৌ-পুলিশের এসআই রেজাউল করিম জানান, চাঁদপুরগামী আবে জমজম লঞ্চটি ঘাটে ভেড়ানো ছিল। লঞ্চটিতে ট্রলার দিয়ে যাত্রী ওঠার সময় এম,ভি রফরফ নামক লঞ্চটি জমজম লঞ্চকে ধাক্কা দিলে দুই লঞ্চের মাঝখানে পড়ে রাসেদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় পর থেকে রফরফ লঞ্চের মাস্টার পলাতক রয়েছে।