কেরানীগঞ্জ (ঢাকা) : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ধামরাই উপজেলাকে।
খেলা শুরুর পর প্রথমার্ধে কোন দল গোল করতে না পারায় গোলশূন্য ড্র থাকে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৮ মিনিটে কেরানীগঞ্জের পক্ষে অধিনায়ক হিমেল গোল করে কেরানীগঞ্জকে এগিয়ে নেয়। এর কিছুক্ষণ পরই ১৫ মিনিটে শান্তর একটি দুর্দান্ত শটে গোলের ব্যবধান বাড়িয়ে ২-০ তে এগিয়ে থাকে কেরানীগঞ্জ। এরপর গোল দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে ধামরাই দলের খেলোয়াড়রা। দলগত একটি আক্রমণের মাধ্যমে ২৫ মিনিটে গোলের দেখা পায় ধামরাই। এতে ব্যবধান ২-১ গোলে কমিয়ে আনে। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা অতিবাহিত হলেও ৯০ মিনিটের শেষ ৪৫ মিনিটে আর কোনো গোল হয়নি। শেষ বাঁশি বাজার সাথে সাথেই উল্লাসের মধ্যে দিয়ে কেরানীগঞ্জের দর্শকরা চ্যাম্পিয়ন লেখা ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করে।
দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্টে দারুন পারফর্মেন্স করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট বিবেচিত হয়েছেন কেরানীগঞ্জ দলের অধিনায়ক হিমেল। টুর্নামেন্টে শ্রেষ্ঠ গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জের সোহান ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জের শান্ত।
খেলা শেষে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।
এমন পারফরমেন্সে উচ্ছ্বসিত দর্শকরা টিম ম্যানেজার হাজী বাসার ও কোচ শাহিন কবিরসহ টিম সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও কেরানীগঞ্জ ফুটবল দলের প্রথমবারের মত এমন সাফল্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের ঝড় তুলেছেন।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার , ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিব সহ ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের চলতি আসরে কেরানীগঞ্জ উপজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে দুই রাউন্ডের সেমিফাইনালে সাভার উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।আর দ্বিতীয় সেমিফাইনালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে দোহার উপজেলাকে ৪-০ গোলে পরাজিত করেছিল ধামরাই উপজেলা।