নিজস্ব প্রতিবেদক : সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক ও পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহসভাপতি সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর গুলিস্তানের ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক সংগঠন “ওল্ড ঢাকা ৯৫”–এর পক্ষ থেকে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির এডমিন সাজ্জাদ পারভেজ, সুমন, রিয়াজুর রহমান খান, জসিম উদ্দিন, সাইফুলসহ আরও অনেকে।