নিজস্ব প্রতিবেদক : ওল্ড ঢাকা “৯৫” উদ্যোগে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও হাস পার্টি। হরেক রকম পিঠা, খই, বাতাসা,চিরার মোয়া, মুড়ি মোয়া,তিলের খাজা, নুকুল দানা সহ নানা রকমারি নাস্তা দিয়ে বিকেল ৫টায়শুরু হয় অনুষ্ঠান। ৫.৩০ মিনিটে শুরু হয় পুরান ঢাকার কাওয়ালী গান। এসময়ে বন্ধুরা নেচে-গেয়ে আনন্দে মেতে থাকে কাওয়ালী গানে। পাশাপাশি চলতে থাকে দেশি হাঁসের মাংস , খিচুড়ি ও ভুনা ডিম। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন রিয়াজ খান, সাজ্জাদ পারভেজ,মাসুদুর রহমান মুকুল,হান্নান সরকার, সাইফুল ইসলাম, দিলরুবা আক্তার, মশিউর রহমান সুমন, লিপি আকবর, ফারহানা মান্নান রুম্পা, ইসমাইল ফরাজি, এম এম মহসিন, ইয়াছিন আরাফাত, নিশি, ফারুক মোল্লা, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোঃ জসিম, নিয়াজ সুলতান, জাকির হোসেন, ফিরোজ মাহমুদ সহ শতাধিক বন্ধু বান্ধবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ জন কে পুরস্কার প্রদান করা হয়।