1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন কেরানীগঞ্জে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার উদ্বোধন

বাংলাদেশের দর্শকের মধ্যে বেড়েই চলছে পাকিস্তানি সিরিয়ালের জনপ্রিয়তা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

ডেস্ক নিউজ: বাংলাদেশের দর্শকের মধ্যে বেড়েই চলছে পাকিস্তানি সিরিয়ালের জনপ্রিয়তা। সম্প্রতি দেশের টিভি চ্যানেলগুলোতে পাকিস্তানি সিরিয়াল প্রচার নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সরব হয়েছেন জনপ্রিয় অভিনেতা যাহের আলভী। সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন কড়া হুঁশিয়ারি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে আলভী লিখেছেন, শুনেছি পাকিস্তানি সিরিয়াল আমদানি হচ্ছে আমার দেশে, খুব শিগগিরই সম্প্রচার শুরু হবে। উচ্চমূল্যে এগুলো কিনে আনা হয়েছে এবং ইতোমধ্যে ডাবিংয়ের কাজও শুরু হয়ে গেছে।

এই প্রেক্ষিতে নিজের দৃঢ় অবস্থান জানিয়ে তিনি লেখেন, “আমি যাহের আলভী, লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছি—যেসব বাংলাদেশি চ্যানেল পাকিস্তানি নাটক আমদানি ও সম্প্রচার করবে, তাদের সঙ্গে আমি কোনো কাজ করব না। সেই সব চ্যানেলের নাটকে আমি অভিনয় করব না।”বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রি চরম অনিশ্চয়তার মধ্যে আছে। সরকার পতনের পর কোনো বড় প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। ফলে টেকনিশিয়ান থেকে শুরু করে শিল্পী—সবাই কষ্টে দিন পার করছে। ৯০ ভাগ পরিচালক, অভিনয়শিল্পী, ক্যামেরাম্যান, মেকআপম্যান কাজ না পেয়ে ঘরে বসে আছেন।

এই সংকটময় সময়ে বিদেশি সিরিয়াল আমদানিকে বিপজ্জনক হিসেবে দেখছেন আলভী। তিনি বলেন, “যেখানে দেশের মানুষ বসে থাকবে, কাজ না পেয়ে দুর্দশায় থাকবে, সেখানে বিদেশি সিরিয়াল সম্প্রচার হবে—এটা আমি জীবিত থাকতে মেনে নিতে পারি না। আমার মতো মেরুদণ্ডী কেউ ইন্ডাস্ট্রিতে থাকলে, আমি চাই তারা আমার পাশে দাঁড়াক। না হলে এটাই আমার একার যুদ্ধ হবে। তবে আমি লাউড অ্যান্ড ক্লিয়ার, এই অবস্থান থেকে সরবো না।

আলভীর এই অবস্থান ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। তার মতামত নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews