1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কারাগারে বন্দি কয়েদি হাজতিদের মাঝে নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিতে হবে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) :  কারাগারে বন্দি কয়েদি হাজতিদের মাঝে নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিয়ে বন্দিদের আদর্শ মুল্যবোধকে জাগ্রত করতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। যাতে তারা কারাগার থেকে বেরিয়ে ভালো জীবনে ফিরে যেতে পারে। আর এজন্য যার যার ধর্মীয় শিক্ষার প্রয়োজন।

বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ২ টার দিকে ধর্ম উপদেষ্টা কারাগারে পৌছলে একদল কারারক্ষী তাকে গার্ড অব অনার দেয়। এরপর তিনি কারাগারের ভেতরে ঢুকে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও কারাবন্দিদের সঙ্গে কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ডিআইজি (প্রিজন) সৈয়দ মো: মোতাহার হোসেন, সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার, জেলার একেএম মাসুম।
কারাগার পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। কারাগারে ধর্ম মন্ত্রণালয়ের কিছু কার্যক্রম রয়েছে যা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়। যেমন, লাইব্রেরি পরিচালনা, বন্দিদের ধর্ম শিক্ষা প্রদান। যার যার ধর্ম অনুযায়ী বন্দি ধর্ম শিক্ষা গ্রহন করলে, মনীষীদের জীবনী পড়লে অনেক কিছু শিখতে পারে। তার মধ্যে নীতি নৈতিকতা, আদর্শ মুল্যবোধ সৃষ্টি হয়। আমরা সে লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ নেবো। যেমন কারাগারে আরও বেশি বই বিতরণ ও শিক্ষক নিয়োগ। বর্তমানে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে কারাগারে একজন শিক্ষক রয়েছেন। এ সংখ্যাটা বাড়ানো হবে।
আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, কারাগারে থাকা সবাই অপরাধী না। অনেককে মিথ্যা মামলায়ও কারাবরণ করতে হয়। আদালতের রায় হওয়ার আগে আমরা কাউকে দোষী বলতে পারি না। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবেশ ভালো উল্লেখ করে তিনি বলেন, এখানে কারাবন্দিদের নানা কারিগরি প্রশিক্ষণ দেয়া হয়। খেলাধুলার জন্য মাঠ, ব্যায়ামাগার, পড়াশুনার জন্য লাইব্রেরি, হাসপাতাল রয়েছে। আমরা কারাগারকে প্রকৃত অর্থে সংশোধনাগার করতে চাই।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews