কেরানীগঞ্জ (ঢাকা) :
সনাতন (হিন্দু) ধমালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কেরানীগঞ্জে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের প্রথম দিনেই কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন মণ্ডপ। প্রতিমার সৌন্দর্য ও আলোকসজ্জা দেখতে ভিড় জমিয়েছেন নারী-পুরুষ-শিশু সবাই।
কেরানীগঞ্জের রোহিতপুর, কলাতিয়া, আগানগর, শুভাঢ্যা ও কালিন্দীসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিবার-পরিজন নিয়ে ভক্তরা দেবীর চরণে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছেন ভক্তরা।
আয়োজক কমিটি জানান, এ বছর কেরানীগঞ্জে ১ শত ৪৯ টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
পূজা মণ্ডপে আসা এক দর্শনার্থী বলেন, “প্রথম দিন থেকেই অনেক আনন্দ লাগছে। প্রতিমা অসাধারণ হয়েছে। আশা করি বাকি দিনগুলোও শান্তিপূর্ণভাবে কাটবে।”
আগামীকাল মহাসপ্তমী, এরপর মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের দুর্গোৎসব।
rifat/kg