সকাল থেকেই শ্বাসকষ্ট অনুভূত হলে দুপুরের পরপর ননকোভিড কেবিন থেকে বেগম জিয়াকে করোনারী কেয়ার ইউনিট-সিসিইউতে নেয়া হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান তার চিকিৎসক ও দলের নেতারা।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যে কোন মানুষেরই যেকোন সময় শ্বাসকষ্ট দেখা যেতে পারে। দেশে-বিদেশে চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের পরামর্শ ও তত্বাবধানে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। সেগুলো শেষ হলে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে।
করোনারী কেয়ার ইউনিটে যখন কেউ ভর্তি থাকেন তখন তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসই নেন বলেও জানান তিনি।